Posts

Showing posts from October, 2021

এবারের পূজামণ্ডপও কি হতে চলেছে দর্শকশূন্য??

Image
         উৎসবের খুশিতে করোনার বাঁধা। গতবছর করোনা পরিস্থিতির কথা মাথায় রেখে মণ্ডপে দর্শনার্থীদের প্রবেশের ক্ষেত্রে নিষেধাজ্ঞা জারি করেছিল হাইকোর্ট। গতবারের মতো এই বছরও পুজো মণ্ডপগুলি 'নো এন্ট্রি জোন'-ই থাকছে, জানাল কলকাতা হাইকোর্ট। রাজ্যের তরফে অ্যাডভোকেট জেনারেল আদালতকে জানান, আদালত পুজো মণ্ডপ নো এন্ট্রি জোন রাখার নির্দেশ দিলে আপত্তি করা হবে না। এরপরেই ভারপ্রাপ্ত প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চ এই নির্দেশ দেয়। ফলে এবারের দুর্গাপুজো থেকে কালী পুজো হতে চলেছে দর্শকশূন্য মণ্ডপে। গত বছর ১৯ এবং ২১ অক্টোবর করোনা পরিস্থিতির কথা মাথায় রেখে পুজো মণ্ডপগুলিকে 'নো এন্ট্রি জোন' বলে ঘোষণা করেছিল কলকাতা হাইকোর্ট। চলতি বছরেও সেই একই বিধিনিষেধ জারি থাকবে বলে জানা গিয়েছে।          অর্থাৎ ছোট পুজো মণ্ডপগুলিতে উপস্থিত থাকতে পারবেন সর্বাধিক ১৫ জন পুজো উদ্যোক্তা এবং বড় পুজোর ক্ষেত্রে উপস্থিত থাকতে পারবেন সর্বাধিক ২৫ জন পুজো উদ্যোক্তা। যাঁরা মণ্ডপে প্রবেশ করবেন তাঁদের তালিকা আগে থেকে ঠিক করে রাখতে হবে এবং উদ্যোক্তাদের সেই তালিকা দেখাত...