কৃষ্ণচূড়াও কি ভয়ের কারণ হতে পারে??
ঘটনাটি লাউহাটি- চাঁদপুর পালপাড়ার
ঘটনাটি ঘটেছে আজ বিকাল ৫:৩০ নাগাদ
গাছটি হল একটি কৃষ্ণচূড়া গাছ। স্থানীয় বাসিন্দাদের থেকে জানা গিয়েছে যে, গাছটি বিগত কয়েক বছর ধরেই মানুষের ভয়ের একটি বড় সর কারণ ছিল। আজ তার সমাপ্ত ঘটলো।
স্থানীয় বাসিন্দাদের মধ্যে একজনের উক্তি, সরকারকে আবেদন জানানো সত্ত্বেও সরকার না শুনলেও আজ ভগবান শুনলো।
সাধারণ বাসিন্দাদের উক্তি যে, আজ বিগত কয়েক বিগত কয়েক বছর ধরে প্রশাসনের সাহায্য চাওয়া সত্য তারা কোনো পদক্ষেপ নেয়নি। আর তার ফলস্বরূপ আজকের এই ঘটনা।
জানা গিয়েছে যে, এই ঘটনায় সাধারণ মানুষের কারোর কোনো ক্ষতি হয়নি।
সূত্রের খবর, গাছটির উল্টো দিকের একটি বাড়িতে গাছটি সজোরে পরে আটকে যাওয়ায় বাসিন্দারাও ভয় পেয়েছেন। সেই সময় দুই-একজন যারা ওই গাছের নিচে ছিল দ্রুত সরে যাওয়ার কারণে কোনো ক্ষতি হয়নি।তবে হতেই তো পারতো। তখন কি তার দায়িত্ব প্রশাসন নিতে পারতো?
Comments
Post a Comment